Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবা সমূহঃ

১। আইনগত সেবাঃ

সমবায় সমিতি আইন,২০০১(সংশোধিত ২০০২),সমবায় সমিতি সংশোধন আইন,২০১৩ ও সমবায় সমিতি বিধিমালা,২০০৪ মোতাবেক আইনগত সেবা সমূহ।

সমবায় সমিতি নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ

  • উপ-আইন নিবন্ধনের মাধ্যমে ১টি সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে। সমিতির সাধারণ সদস্যদের সিদ্ধান্তের আলোকে উপ-আইন পরিবর্তন করা যায়।
  • জেলা সমবায় অফিসার কর্তৃক প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন করা হয়।
  • বিভাগীয় যুগ্ম-নিবন্ধক কর্তৃক সকল প্রকার কেন্দ্রীয় সমবায় সমিতির নিবন্ধন করা হয়।
  • নিবন্ধক কর্তৃক সকল জাতীয় সমবায় সমিতির নিবন্ধন করা হয়।
  • সমবায় সমিতি নিবন্ধনের জন্য নিবন্ধন ফি ট্রেজারী চালানের দ্বারা সরকারী কোষাগারে জমা প্রদান করতে হয়। এক্ষেত্রে সর্বনিম্ন নিবন্ধন ফি ৫০/- এবং সর্বোচ্চ নিবন্ধন ফি ৫,০০০/- টাকা। নিবন্ধন ফি সরকারী রাজস্ব।

ব্যবস্থাপনা,অডিট,পরিদর্শন ও অবসায়নঃ

  • সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। নির্বাচিত কমিটি না থাকলে নিবন্ধক কর্তৃক আইনের আওতায় অন্তবর্তী কমিটি নিয়োগ করা হয়। এ কমিটি সমিতির ব্যবস্থাপনা পরিচালনা করেন।
  • নিবন্ধক কর্তৃক ক্ষমতা প্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।
  • সমিতিতে সংঘটিত যেকোন অনিয়ম নিবন্ধক পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিস্পত্তি করেন।
  • সমিতির মধ্যে সৃষ্ট যে কোন বিরোধ নিবন্ধককে জানানো হলে তিনি সালিশকারী নিয়োগ করবেন। সালিশকারী ন্যায় বিচার,সততা ও সু-বিবেচনা প্রসুতভাবে নির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন। রায়ে কেউ সংক্ষুদ্ধ হলে আপীল করার সুযোগ থাকে।
  • সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে নিবন্ধক সমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারণে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।

২। প্রশিক্ষণ সেবাঃ

জেলা সমবায় কার্যালয়ে একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক সমন্বয়ে একটি ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমবায় সমিতিতে গিয়ে সদস্যদের সমবায় ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়া সমবায়ীদের বিভিন্ন ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ যেমনঃ মৌমাছি চাষ,মৎস্য চাষ,কম্পিউটার ট্রেনিং,টেইলারীং,ব্লক-বাটিক,ফ্যাশন এন্ড ডিজাইন প্রশিক্ষণ প্রদান করা হয়। সমবায় সমিতিটি দক্ষতার সহিত পরিচালনার জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে সমিতি ব্যবস্থাপনা ও হিসাব-নিরীক্ষা প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

৩। অভিযোগ ও নিষ্পত্তিঃ

  • জেলা পর্যায়ের অভিযোগ সমূহ জেলা সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।
  • বিভাগীয় পর্যায়ের অভিযোগ সমূহ বিভাগীয় সমবায় কর্মকর্তা বরাবরে দাখিল করতে হবে।
  • সমবায় অধিদপ্তরের কোন অভিযোগ থাকলে তা নিবন্ধক বরাবরে দাখিল করতে হবে।